পাকিস্তান ও সাউথ আফ্রিকার মধ্যে হওয়া ক্রিকেট ম্যাচগুলো সব সময় প্রতিদ্বন্দ্বী পূর্ণ হয়ে থাকে। ১৯৫২ সালে পাকিস্থান জাতীয় ক্রিকেট দলকে আইসিসি পূর্ণ সদস্য হিসেবে প্রকাশ করে, তবে এর প্রাই ৪৩ বছর আগে অর্থাৎ ১৯০৯ সালে দক্ষিণ আফ্রিকা আইসিসি পূর্ণ সদস্য লাভ করে। আইসিসি দল র্যাংকিং এ দুই দলই বেশ ভাল অবস্থানে রয়েছে। যার কারনে ক্রিকেট ভক্তদের এই দুই দল সবাই আলোচনার কেন্দ্রে থাকে। চলুন জেনে আসি পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা হেড টু হেড পরিসংখ্যানে কোন দল এগিয়ে।
পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি পরিসংখ্যান
০২ ফেব্রুয়ারি ২০০৭ সালে পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টিতে সর্বপ্রথম ম্যাচ খেলে দক্ষিণ আফ্রিকা নিউ ওয়ান্ডারার্স স্টেডিয়ামে। প্রথম ম্যাচে ১২৯ রান করে ৮ উইকেটে জবাবে ব্যাট হাতে দক্ষিণ আফ্রিকা ১০ উইকেট ও ৫১ বল হাতে রেখে প্রথম ম্যাচে জয়ী হয়। তার পর থেকে দুই দলের মধ্যে ২৪ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে যাখানে পাকিস্থান ও দক্ষিণ আফ্রিকা ১২ ম্যাচ করে জয়লাভ করেছে।
টি-টোয়েন্টি পরিসংখ্যানে পাকিস্থান ও দক্ষিণ আফ্রিকা কেউ যেন কারো অপেক্ষা কম না। আইসিসি টি-টোয়েন্টি দল র্যাংকং এ ১১৩৪৫ পয়েন্ট ও ২৪৭ রেটিং নিয়ে ৬ নাম্বারে অবস্থান করছে দক্ষিণ আফ্রিকা। তার ঠিক এক ধাপ পরে ১২৭৫৮ পয়েন্ট ও ২৩৬ রেটিং নিয়ে ৭ নাম্বারে অবস্থান করছে পাকিস্থান। পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা হেড টু হেট সর্বশেষ ম্যাচ খেলে ১৩ ডিসেম্বর ২০২৪ সালে। সর্বশেষ সেই ম্যাচে দক্ষিণ আফ্রিকা ৭ উইকেট ও ৩ বল হাতে থাকতেই জয়লাভ করে।
মোট | ২৪ ম্যাচ |
পাকিস্থানের জয় | ১২ ম্যাচ |
দক্ষিণ আফ্রিকার জয় | ১২ ম্যাচ |
পাকিস্থানের জয় % | ৫০ % |
দক্ষিণ আফ্রিকার জয় % | ৫০ % |
প্রথম খেলেছিল | ০২ ফেব্রুয়ারি ২০০৭ সালে |
সর্বশেষ খেলেছিল | ১৩ ডিসেম্বর ২০২৪ সালে |
পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা ওডিআই পরিসংখ্যান
ওডিআই পরিসংখ্যানে পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা হেড টু হেড সর্বপ্রথম ম্যাচ খেলে ৮ মার্চ ১৯৯২ সালে। প্রথম ম্যাচে ২০ রানে জয়লাভ করে তার পর থেকে এখনও পর্যন্ত ৮৬ ম্যাচ খেলে ৫২ ম্যাচে জয়লাভ করে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার জয়ের পরিমাণ শতাংশ। অন্যদিকে পাকিস্থান জয়লাভ করে ৩৩ ম্যাচে। দক্ষিণ আফ্রিকার সাথে হেড টু হেড পাকিস্থানের জয়ের পরিমাণ শতাংশ। দুই দলের মধ্যকার হওয়া ৮৬ ম্যাচে একটি ম্যাচে কোন ফলাফল হয়নি। ফলাফল না হওয়ার পরিমাণ শতাংশ।
মোট | ৮৬ ম্যাচ |
পাকিস্থানের জয় | ৩৩ ম্যাচ |
দক্ষিণ আফ্রিকার জয় | ৫২ ম্যাচ |
পাকিস্থানের জয় % | ৩৮.৩৭% |
দক্ষিণ আফ্রিকার জয় % | ৬০.৪৭ % |
ফলাফল হয়নি | ১ ম্যাচে |
ফলাফল না হওয়ার পরিমাণ | ১.১৬ % |
প্রথম খেলেছিল | ৮ মার্চ ১৯৯২ সালে |
সর্বশেষ খেলেছিল | ২২ ডিসেম্বর ২০২৪ সালে |
পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট পরিসংখ্যান
ক্রিকেটের অন্যান্য ফরম্যাটে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা মধ্যে প্রতিদ্বন্দ্বী হলেও টেস্ট পরিসংখ্যান ভিন্ন কথা বলে। পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট পরিসংখ্যানে হেট টু হেট প্রথম ম্যাচ খেলে ১৯ জানুয়ারি ১৯৯৫ সালে। তার পর থেকে মোট ৩০ ম্যাচ খেলেছে দল দুটি। এই ৩০ ম্যাচের ১৭ ম্যাচে জিতে টেস্ট পরিসংখ্যানে এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা। বিপরীতে মাত্র ৬ ম্যাচে জয়লাভ করেছে পাকিস্থান ও ৭ ম্যাচে ড্রা করেছে। পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা সর্বশেষ দেখা হয় ৬ জানুয়ারি ২০২৫ সালে সেই ম্যাচে ১০ উইকেটে জয়লাভ করে।
মোট | ৩০ ম্যাচ |
দক্ষিণ আফ্রিকার জয় | ১৭ ম্যাচ |
পাকিস্থানের জয় | ৬ ম্যাচ |
পাকিস্থানের জয় % | ২০% |
দক্ষিণ আফ্রিকার জয় % | ৫৬.৬৭ % |
ড্রা হয় | ৭ ম্যাচে |
ড্রা হওয়ার পরিমাণ | ২৩.৩৩ % |
প্রথম খেলেছিল | ১৯ জানুয়ারি ১৯৯৫ সালে |
সর্বশেষ খেলেছিল | ৬ জানুয়ারি ২০২৫ সালে |