৪ নভেম্বার ১৯৯৮ সালে ফ্রান্সের মাদ্রিদ শহরে জন্ম দেওয়া আশরাফ হাকিমি মরক্কো জাতীয় দল ও ফ্রান্সের জনপ্রিয় ক্লাব পিএসজি-র রক্ষণভাগের খেলোয়াড়। কানাডার বিপক্ষে ১১ই অক্টবর ২০১৬ সালে মরক্কো জাতীয় দলের হয়ে মাঠে নেমে মাত্র ২৩ মিনিট খেলার সুযোগ পেলেও রক্ষণভাগের খেলোয়াড় হিসাবে বিশ্ব বাসিকে জানান দেয় আশরাফ হাকিমি। আজকের ক্রিকডেস্ট এর এই নিবন্ধের মাধ্যমে আশরাফ হাকিমির গোল, এসিস্ট ও মোট খেলা ম্যাচের আপডেট সংখ্যা জানতে পারবেন।
হাকিমির জাতীয় দলে গোল
প্রতিযোগিতা | মোট ম্যাচ | গোল | এসিস্ট |
আন্তর্জাতিক ফ্রেন্ডলি | ২৬ | ১ | ২ |
আফ্রিকা নেশন্স কাপ | ১৩ | ৩ | ২ |
বিশ্বকাপ বাছাইপর্ব | ১৪ | ৩ | ১ |
আফ্রিকা-কাপ কোয়ালি | ১৯ | ৩ | ৬ |
বিশ্বকাপ | ১০ | – | ১ |
সর্বমোট | ৮২ | ১০ | ১২ |
ক্লাবে আশরাফ হাকিমির গোল
আশরাফ হাকিমি ৬ জুলাই ২০২১ সাল থাকে পিএসজি ক্লাবের হয়ে খেলছেন। বর্তমানে তার বাজার মূল্য ৬০ মিলিয়ন ইউরো। ফ্রান্সের এই ক্লাবে হাকিমি ২০২৬ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ আছেন।
ক্লাব | মোট ম্যাচ | গোল | এসিস্ট |
পিএসজি | ১৩৩ | ১৬ | ২২ |
বরুশিয়া ডর্টমুন্ড | ৭৩ | ১২ | ১৭ |
ইন্টার মিলান | ৪৫ | ৭ | ১১ |
রিয়াল মাদ্রিদ ক্যাস্টিলা | ২৮ | ১ | ৮ |
রিয়াল মাদ্রিদ | ১৭ | ২ | ১ |
রিয়াল মাদ্রিদ UEFA U19 | ১৬ | ৩ | ২ |
সর্বমোট | ৩১২ | ৪১ | ৬১ |
আশরাফ হাকিমির ব্যক্তিগত যত অর্জন
রিয়াল মাদ্রিদের ক্যাস্টিলা, UEFA U19 ও মূল দল সহ ৬ ক্লাবে ৩১২ ম্যাচ খেলে রক্ষণভাগের খেলোয়াড় হয়েও মোট ৪১ গোল ও ৬১ এসিস্ট অর্জন করেছেন আশরাফ হাকিমি। ব্যাক্তিগত জীবনে হয়েছেন সম্মানিত পেয়েছেন নানা পুরস্কার। চলুন দেখে আসি আশরাফ হাকিমির ব্যক্তিগত যত অর্জন।
জাতীয় দল মরক্কোর হয়ে ২০২১ ও ২০২২ সালে বর্ষসেরা ফুটবলার হাকিমিকে বিশ্ব নতুন করে চিনতে শুরু করেছে ২০২২ ফিফা বিশ্বকাপের মাধ্যমে। বিশ্বকাপের বাছাইপর্ব, আন্তর্জাতিক ফ্রেন্ডলি সহ রক্ষণভাগের খেলোয়াড় হয়েও মরক্কোর হয়ে ৮২ ম্যাচে ১০ গোল ও ১২ এসিস্ট করেছেন তিনি। নিচে হাকিমির সব অর্জন দেওয়া হল।
আশরাফ হাকিমির সম্পর্কে যত পশ্ন
আশরাফ হাকিমির জন্ম স্পনের মাদ্রিদ শহরে হলেও তিনি মরক্কোর নাগরিক এবং মরক্কো জাতীয় ফুটবল দলের নিয়মিত রক্ষণভাগের খেলোয়াড়।
আশরাফ হাকিমি জাতীয় দল ও ক্লাবে #২ নাম্বার জার্সি পরে খেলে থাকেন।